KidsOut World Stories

স্বপ্ন Ibrahim Ahmed    
Previous page
Next page

স্বপ্ন

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

 

স্বপ্ন

একটি বাংলা গল্প

 

 

 

 

 

 

 

 

 

*

এক বালক ছিল যার স্বপ্ন ছিল একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় হওয়া। বালকটি প্রতিদিন তার স্বপ্ন পূরণ হবার জন্য প্রার্থনা করত; কিন্তু জগন কুঁড়ে ছিল না তাই সে ক্লাবে অনুশীলনও করতো, সে দৌড়াতো, ব্যায়াম করতো এবং ভালো খাদ্য গ্রহণ করতো, এবং সে সর্বদা তার হোমওয়ার্ক শেষ করতো যাতে তার বন্ধুদের সাথে প্রতি দিনের শেষে ক্রিকেট খেলার জন্য সময় পায়।

একদিন, জগনকে তাঁর বাবা বললেন যে তাঁরা তাঁদের বাড়ি ছেড়ে দেশের থেকে দূরে ব্রিটেনে সফর করবে। বালকটি খুব নার্ভাস হয়ে গিয়েছিল কিন্তু সে জানতো তাঁর বাবা তাঁদের পরিবারের জন্য সেরা কাজটাই করবে। তাই জগন তাঁর বাবাকে তাঁদের জিনসপত্র প্যাক করতে সাহায্য করতে লাগল এবং দীর্ঘ সফরের জন্য প্রস্তুত হতে লাগল। সে তাঁর মাকেও সাহায্য করেছিল বাড়ি খালি করতে এবং যখন তাঁকে তাঁর বোনকে দেখাশুনো করতে বলা হয়েছে তখনই তা সে করেছে।

যখন পরিবারটি শেষ পর্যন্ত লন্ডনে এসে পৌঁছায়, ছোট্ট জগন দূরে একাকী অনুভব করতে লাগল। কিন্তু সে তাঁর নতুন জীবনে স্বংকল্পবদ্ধ ছিল আর তাই সে একটা ক্লাব খুঁজে পেল যেখানে সে ক্রিকেট খেলতে পারে এবং তাঁর স্বপ্ন পূরণ করা চালিয়ে যেতে পারে।

সে সর্বদা অনুশীলন করতো এবং ব্যায়াম করতো, এবং যখন সে স্থানীয় স্কুলে ভর্তি হয়েছিল সে নিশ্চিত হয়ে নিত যে তাঁর হোমওয়ার্ক সময়ে সম্পূর্ণ হয় যাতে সে প্রতি দিনের শেষে ক্রিকেট খেলতে পারে। জগন আগের মতোই স্বংকল্পে অটল ছিল, এবং সে নিশ্চিত ছিল যে একদিন তাঁর স্বপ্ন পূরণ হবেই।

নতুন স্কুল মজার ছিল। ছোট্ট বালকের শীঘ্রই নতুন নতুন বন্ধু তৈরী হলো এবং সময় দ্রুত বয়ে যেতে লাগলো। কিন্তু জগনের বন্ধুরা বুঝতো না কেন সে ক্রিকেটে আগ্রহী ছিল।

একজন বলল যে, 'এটা সময়ের অপচয়।'

একজন জিজ্ঞাসা করলো, 'কোন তুমি তোমার সকল এনার্জি বোকা স্বপ্নের পেছনে খরচ করছো, যা কখনোই সত্যি হবে না?'

প্রথমে, জগন এই সকল প্রশ্নগুলি সহজেই উত্তর দিতে সক্ষম ছিল। সে জানতো কি সে চায় এবং সেটা পেতে তাকে কি করতে হবে। কিন্তু সময় অতিবাহিত হবার সাথে সাথে, প্রশ্নটির উত্তর ক্রমে কঠিন থেকে আরো বেশি কঠিন পরিণত হতে থাকে। জগনের বন্ধুরা সর্বদা বাইরে গিয়ে মজা করতে পছন্দ করতো, এবং মেয়েদের সাথে কথা বলতে ভালো বাসতো যখন সে তার সব কাজ করে নিতো।

একদিন, একটা বন্ধু বলল, 'কেন তুমি তোমার বোকা স্বপ্নটা ভুলে যাও আর আমাদের সাথে সিনেমা দেখতে চলো।'

জগন সিনেমা দেখতে যেতে চাইছিল সর্বদা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলো যখন সকলে তার থেকে আরো বেশি মজা করছে। আর তাই সে ক্লাবে ক্রিকেট প্রশিক্ষণ মিস করেছিল, এবং পরের রাতে আবারো সেটা মিস করলো, আবারো তার পরের দিন। শীঘ্রই জগন তাঁর ক্রিকেট খেলোয়াড় হবারপ স্বপ্নের কথা সব ভুলে গেল।

বালকটি প্রায়ই তার বাবাকে ক্রিকেট ক্লাবে যাওয়া সম্পর্কে মিথ্যা কথা বলতো যখন আসলে সে বন্ধুদের সাথে ঘুরে বেড়িয়ে সমস্যায় পরতে লাগলো।

জগন বড় হতে লাগলো এবং তার বন্ধুদের সাথে আরো বেশি সমস্যায় পরতে লাগলো। এমনকি সে স্থানীয় দোকান থেকে জিনিস চুরি করতে লাগলো এবং খুব কুড়ে হয়ে যেতে লাগলো এবং আগের মতো আর তার জীবন সম্পর্কে উৎসাহী ছিল না। সে কেবল তার ক্রিকেট শৈলী অনুশীলন করা বন্ধই করে নি, তার স্কুলে যাবার আগ্রহও হারিয়ে ফেললো এবং তার হোমওয়ার্ক কখনোই সম্পূর্ণ করতো না। সর্বদাই সে তার বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো।

শ্রীঘ্রই স্কুল শেষ হয়ে এলো এবং তখন জগন উপলব্ধি করলো সে কি ভুল করেছে। সে তার পরীক্ষায় খুব খারাপ করলো এবং অন্যানো অনেকের মতোই কলেজে যেতে পারলো না। এবং যখন সে একটা চাকরী পাবার জন্য চেষ্টা করতে লাগলো তখন কেউ তাকে চাকরী দিল না কারণ তার কোন যোগ্যতাই ছিল না।

জগন একটা খারাপ ছেলে হয়ে গেল যে অনেক কাজই করার পরে অনুতাপ করতো। সে তার সময় ও তার এনার্জি অপচয় করেছিল এবং তার কোন এগিয়ে নিয়ে যাবার জন্য কোন স্বপ্নই ছিল না।

একদিন জগনের বাবা তার সাথে কথা বললেন। তিনি তাঁর ছেলেকে বললেন, 'আমার মনে আছে যখন তোমার একটা স্বপ্ন ছিল।' 'তুমি খুবই সংকল্পবদ্ধ ছিলে, এবং তুমি প্রার্থনা করতে এবং কঠোর পরিশ্রম করতে এবং খুব ভালো পুত্র ছিলে।'

ছেলেটির বাবাকে খুব দুঃখিত দেখাচ্ছিল, তিনি তাঁর মাথা নত করে রেখেছিলেন। 'এখন কি হবে তোমার, পুত্র? তুমি সমস্যায় আছে, তোমার কাজ নেই, এবং তুমি তোমার মাকে এবং আমাকে মিথ্যা কথা বলেছে কোথায় তুমি তোমার সময় কাটিয়েছো।'

জগনের বাবা দীর্ঘ সময় ধরে কথা বললেন এবং জগন তার বাবার কথায় সে নিজেকে প্রতিশ্রুতি দিল যে সে তার জীবন পরিবর্তন করবে, এবং পিতামাতাকে গর্বিত করবে।

পরের দিন, জগন তার প্রাতরাশ তাড়াতাড়ি শেষ করে তার পুরানো ক্রিকেট ক্লাবে গেল। সে তার কোচকে জিজ্ঞাসা করলো যে সে যদি আরো একবার প্রশিক্ষণ পায় এবং বন্ধুত্বপূর্ণ মানুষটি রাজী হল তাকে ফিরিয়ে নিতে যেহেতু তিনি কঠোর পরিশ্রম করতেন এবং তাঁর ক্রিড়া সম্পর্কে সংকল্পবদ্ধ ছিলেন।

আর তাই জগন তার প্রশিক্ষণ আগের মতো করেই শুরু করেছিল: সে দৌড়ালো এবং ব্যয়াম করলো, সে ভালো খাবার খেলো, তাড়াতাড়ি বিছানায় শুতে গেল এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো, এবং প্রার্থনা করলো যে তার কঠোর কাজ একদিন পুরষ্কৃত হবে।

কিন্তু জগন এটাও বুঝেছিল যে কঠোর পরিশ্রম তার নিজের পুরষ্কার। সে আবার তার বন্ধুদের থেকে ফিরে এলো যা তার জন্য ভালো ছিল না, এবং সে তার পুরানো জীবনে খারাপ কাজ ও সমস্যা থেকে নিজেকে সরিয়ে নিলো। পরিবর্তে, জগন তার ক্রিকেট খেলোয়াড় হবার স্বপ্লকে আরো একবার আঁকড়ে ধরলো।

বহু বছর পরে, জগন একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় হলো। আর যখন একটা ছোট ছেলে ম্যাচের পরে তার কাছে দৌড়ে এসে জিজ্ঞাসা করলো কেমন করে সে এমন হলো, জগন বলল যে এ সবই একটা স্বপ্ন থেকে শুরু হয়েছিল। সে আবারো হেঁসে বলল, 'তোমার অবশ্যই এখটা স্বপ্ন থাকতে হবে।'

Enjoyed this story?
Find out more here