*
অনেক বছর আগে সূর্য আর পানি ভালো বন্ধু ছিল, আর তারা দুজনে একসাথে পৃথিবীতে বাস করত। সূর্য পানির সাথে দেখা করতে আসত, কিন্তু পানি কখনো দেখা করতে যেত না।
শেষ পর্যন্ত সূর্য পানিকে জিজ্ঞাসা করে যে সে কেন দেখা করতে আসে না। পানি বলে যে সূর্যের বাসা যথেষ্ট বড় নয়, আর সে তার সব লোকজন নিয়ে গেলে, সূর্যকে তার বাসা ছেড়ে চলে যেতে হবে।
পানি তখন বলে, “যদি তুমি চাও যে আমি তোমার বাসায় আসি, তোমাকে আরো বড় বাসা তৈরি করতে হবে। কিন্তু আমি তোমায় সতর্ক করে দিচ্ছি যে তা অনেক বড় হতে হবে, কারণ আমার অনেক আত্মীয় আর বন্ধু আছে আর আমাদের অনেক জায়গার প্রয়োজন হয়।
সূর্য অঙ্গীকার করল যে সে এক বিশাল বাসা তৈরি করবে, আর তার একটু পরে সে তার বাসায় তার বৌ চাঁদের কাছে ফিরে গেল, যে হাসিমুখে তার অভ্যর্থনা করল।
পানিকে কি অঙ্গীকার করেছে তা সূর্য চাঁদকে জানালো, আর তার পরের দিন তারা একটি বিশাল বাসা তৈরির কাজে হাত দিল যাতে তারা পানি আর তার সব আত্মীয়বন্ধুদের অভ্যর্থনা করতে পারে। এটা তৈরি হয়ে গেলে, সূর্য পানিকে এসে তার সাথে দেখা করতে বলে।
যখন পানি এসে পৌঁছল, সে সূর্যকে ডাক দিল আর জিজ্ঞাসা করল যে তার সব আত্মীয়বন্ধুকে ভিতরে ঢোকা নিরাপদ হবে কি না, আর সূর্য উত্তর দিল “হ্যাঁ, তোমরা সকলে ভিতরে এসো।”
পানি ভিতরে বয়ে আসতে লাগল, আর তার পিছনে পিছনে সব মাছ আর পানির জীবজন্তু আসতে লাগল।
খুব তাড়াতাড়ি বাসায় হাঁটু পর্যন্ত পানি জমে গেল, তাই পানি সূর্যকে জিজ্ঞাসা করল যে এখনো বাসা নিরাপদ কি না, আর সূর্য জানালো, “হ্যাঁ, দয়া করে
আমার বাসায় এসো,” তাই পানি আর তার পরিবারবর্গ বাসায় ঢোকা চালিয়ে গেলো।
যখন পানি মানুষের মাথা পর্যন্ত পৌঁছে গেল, সে আবার সূর্যকে বললো “তুমি কি এখনো আমার আরো লোকজনকে আসতে বলো?”
ভালোমন্দ বুঝতে না পেরে, সূর্য আর চাঁদ দুজনেই বললো, “হ্যাঁ আরো বেশি লোক এলে তো ভালোই হয়”। তাই পানির আরো লোকজন আসতে লাগল, শেষ পর্যন্ত সূর্য আর চাঁদকে ছাদের চূড়াতে গিয়ে বসতে হল। যখন ছাতের চূড়োতেও পানি বয়ে যেতে লাগল, সূর্য আর চাঁদ আকাশে চলে যেতে বাধ্য হল।
... আর সেই সময় থেকে তারা সেখানেই থাকে।
Enjoyed this story?